শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা পুরসভার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। সাংবাদিক সম্মেলন করেন দলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের পক্ষে জানানো হয়, পুরপ্রশাসক ফিরহাদ হাকিম-সহ দেবব্রত (মলয়) মজুমদার, অতীন ঘোষ, দেবাশিস কুমার-সহ পুর পরিষেবায় দক্ষ ছয় বিধায়ক ও এক সাংসদকে পুনরায় পুরভোটের টিকিট দিচ্ছে দল। শুক্রবার সকাল থেকেই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, নিজের বাসভবনে প্রার্থীতালিকা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকৌশলী প্রশান্ত কিশোর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
এদিন ১৪৪ ওয়ার্ডের দলীয় ও সমর্থিত প্রার্থী তালিকাটি প্রকাশের ঘোষণা করেন দলের মুখপাত্র পার্থ চট্টোপাধ্যায়। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এবারের প্রার্থী তালিকায় ভারসাম্যে বজায়ে জোর দেওয়া হয়েছে। পুরোনোদের মধ্যে ফের প্রার্থী হচ্ছেন ৮৭ জন। ৩৯ জন বিদায়ী কাউন্সিলার টিকিট পেলেন না। যাঁরা প্রার্থী হচ্ছেন তাঁদের মধ্যে পুরুষ প্রার্থী ৮০ জন (শতকরা হিসেবে ৫৫ শতাংশ) এবং মহিলা প্রার্থী হচ্ছেন ৬৪ জন (শতকরা হিসেবে ৪৫ শতাংশ)। যে ৮৭ জনকে ফের প্রার্থী করা হয়েছে, তাদের মধ্যে ৮০ জন পুরনো ওয়ার্ডেই লড়বেন। ৭ জনের ওয়ার্ড বদল হয়েছে। ২৩ জন সংখ্যালঘু প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে ২ জন খ্রীস্টান।