বৃহস্পতিবারই কলকাতা পুরভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার নিয়ে রাজনৈতিক দলগুলির আর্জি মেনে প্রচারের সময়সীমা আরও বাড়নোর সিদ্ধান্ত নিতে চলেছে তারা। পুরভোটের বিজ্ঞপ্তি জারির আগেই সর্বদল বৈঠকে কমিশন জানিয়ে দিয়েছিল যে এবারের পুরভোটে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। যা নিয়ে আপত্তি ছিল তাঁদের। কমিশনকে এই সময়সীমা বাড়ানোর আর্জিও জানিয়েছিল কয়েকটি দল।
সূত্রের খবর এবার সেই আর্জি মেনে কিছুটা সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। জানা যাচ্ছে, সকাল ১০টার পরিবর্তে সকাল ৯টা এবং সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত পুরভোটের প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। অর্থাৎ, সকালে একঘণ্টা ও সন্ধ্যেয় একঘণ্টা সময় বাড়ানো হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল প্রচার শেষ করতে হবে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগেই। সূত্রের খবর, এই সময়ও কমিয়ে ৪৮ ঘণ্টা করতে পারে কমিশন।