বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার নন্দীগ্রাম। আক্রান্ত কৃষি দফতরের কর্মী। কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার সকালে নন্দীগ্রামের হরিপুর অঞ্চলে কিষান মাণ্ডিতে দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি জমা দিতে আসেন বিজেপি কর্মীরা। কৃষি দফতরের বাইরে যখন মিছিল এসে পৌঁছয়, সে সময় বিশেষ কাজে বাইরে যাচ্ছিলেন বরুণ মণ্ডল নামে এক জন আধিকারিক। সব রাগ গিয়ে পড়ে তাঁর উপর।
ওই আধিকারিককে সামনে পেয়েই তাঁর উপর চড়াও হন বিজেপির মহিলা কর্মীরা। রীতিমতো কিল, চড়, ঘুষি মারা হয় তাঁকে। লাল শাড়ি পরিহিত এক মহিলা রীতিমতো আধিকারিকের জামা ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছেন। এমনটাই অভিযোগ উঠছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার বাহিনী। বিজেপি নেতা মেঘনাথ পাল বলেছেন, ‘বার বার বলা সত্ত্বেও কৃষি দফতরের আধিকারিকরা রাজনৈতিক রঙ দেখে পরিষেবা দিচ্ছেন। শাসকদলের কর্মীদেরই সুবিধা দেওয়া হচ্ছে’। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।