বৃহস্পতিবার সকালে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বরই কলকাতায় পুরভোট হবে। ২১ ডিসেম্বর গণনা। তবে হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি এখনও জারি করেনি কমিশন। এদিন থেকেই কলকাতায় জারি নির্বাচনী আদর্শ আচরণবিধি।
কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই মনোনয়ন পেশ করা যাবে। পয়লা ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন। ২ ডিসেম্বর হবে স্ক্রুটিনি। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৯ ডিসেম্বর পুরভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ২১ ডিসেম্বর ভোট গণনা। ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হলে নির্বাচনী প্রক্রিয়া।
সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। বুধবার তার শুনানি পিছিয়ে যেতেই পুরভোটের তারিখ নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছিল। কারণ তার আগের শুনানিতে আদালত নির্বাচন কমিশনকে একের পর এক প্রশ্নে বিদ্ধ করেছিল। সেইসময়ে কমিশনের তরফে আদালতে বলা হয়েছিল, যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সরকারি ভাবে কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করবে না। যদিও হাইকোর্ট এ ব্যাপারে কোনও নির্দেশ কমিশনকে দেয়নি। নবান্ন কমিশনকে প্রস্তাব দিয়েছিল ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার ভোট হোক এবং গণনা হোক ২২ ডিসেম্বর।
হাওড়া নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল। কারণ, হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে আলাদা করা জন্য আনা বিলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। ৫০ ওয়ার্ডের হাওড়া কর্পোরেশনের ওয়ার্ড বিন্যাস, সংরক্ষিত আসন ইত্যাদি কী ভাবে হবে তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। তাই আপাতত কলকাতাতেই ভোট করানোর ব্যাপারে বিজ্ঞপ্তি দিল কমিশন।