আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই ত্রিপুরায় পুরনির্বাচন। তার আগে সে রাজ্যের হিংসা, আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানান, “আমি প্রধানমন্ত্রীকে ত্রিপুরার অশান্তি নিয়ে বলেছি। ত্রিপুরায় এত হিংসা কেন?” উত্তর-পূর্বের রাজ্যে দলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারি নিয়েও সরব হন তিনি।
এদিন দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ, “ত্রিপুরায় প্রচার করতে গেলে হামলা হয়। সাংবাদিকরা গেলে ঘর পায় না। কোভিডের নামে আইসোলেশনে পাঠানো হয়। আমি প্রধানমন্ত্রীকে সব বলেছি।” সায়নী ঘোষের গ্রেপ্তারির কথাও তাঁকে জানিয়েছেন বলেও জানান মমতা। তাঁর কথায়, “সায়নীর মতো এক শিল্পীর বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা হয়েছে। এগুলো কি ঠিক?” পুরভোটের আগে প্রধানমন্ত্রীর কাছে এহেন নালিশ জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল সাংসদেরা।