ত্রিপুরা পুরভোটে সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন। বিপ্লব দেবের রাজ্যের কমিশন জানিয়েছে, মোট ৬৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৩৭০টি অতিস্পর্শকাতর এবং বাকি ২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে।
জানা গিয়েছে, অতি স্পর্শকাতর ভোটকেন্দ্রের প্রতিটিতে থাকবেন ত্রিপুরা সশস্ত্র বাহিনীর পাঁচ জন করে জওয়ান। স্পর্শকাতর হিসাবে চিহ্নিত কেন্দ্রগুলিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের চার জন করে জওয়ান থাকবেন। এর মধ্যে আগরতলা পুরসভায় বুথগুলির জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সেখানে কোনও পোলিং স্টেশনের মধ্যে থাকা একাধিক বুথের জন্য আলাদা করে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান মোতায়েন থাকবেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বিক্রম নাথের দুই সদস্যের বেঞ্চ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ত্রিপুরা পুলিশকে বিশেষ কিছু নির্দেশ দিয়েছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশন ত্রিপুরার ডিজিপি, আইজি-র সঙ্গে বৈঠক করে। রাজ্যে পুরভোটের সময় শান্তি সুনিশ্চিত করতে বলা হয়েছে। সে জন্য আর কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা জানাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।
এদিকে বিপ্লব দেবের সরকারের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ত্রিপুরায় তিন ব্যাটেলিয়ন কেন্ত্রীয় বাহিনী রয়েছে। প্রয়োজন বোধ করলে আরও বাহিনীর আবেদন করতে পারে রাজ্য। উল্লেখ্য, ত্রিপুরায় ২০টি পুরসভার ৩৩৪টি আসনের মধ্যে ১১২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সেখানের শাসকদল। কোনও লড়াই ছাড়াই ৭টি পুরসভার দখলও নিয়েছে বিজেপি। বাকি ২২২টি আসনের জন্য লড়াইয়ে আছেন ৭৮৫ জন প্রার্থী। বিজেপি ত্রিপুরার ক্ষমতায় আসার পর এটাই প্রথম পুরভোট।