জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিশাল এক মহামিছিল করতে চলেছে কংগ্রেস। সংসদ অধিবেশন চলাকালীন এই মহামিছিলের মূল পরিকল্পনা জেনারেল সেক্রেটারি প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। দেশের প্রধান বিরোধী শক্তি হলেও, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন করে সংঘবদ্ধ ও বড় মাপের প্রতিবাদ-বিক্ষোভ তাদের তরফে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে বারবার।
এবার সে অভিযোগ খারিজ করতেই কংগ্রেস উঠে-পড়ে লেগেছে বলে মনে করছেন অনেকে। তথ্য বলছে, ২০১৯ সালের পরে এই প্রথম দিল্লীতে এত বড় মেগাব়্যালি হতে চলেছে কংগ্রেসের।
দলীয় সূত্রের খবর, দু’সপ্তাগ ব্যাপী চলবে এই জন জাগরণ অভিযান। মোদী সরকারের জমানায় চরম মূল্যবৃদ্ধি এবং জ্বালানির আকাশছোঁয়া দামের বিরুদ্ধেই প্রতিবাদ-বিক্ষোভ চলবে দিল্লীতে। তবে এই মিছিলের জন্য যে রামলীলা ময়দানের অনুমতি চাওয়া হয়েছে, তা কেন্দ্র এখনও দেয়নি বলেই জানা গিয়েছে। এই অনুমতি পাওয়া নিয়ে নতুন কোনও জলঘোলা হয় কিনা, সেটাই এখন দেখার।