জল্পনার অবসান। ময়দান প্রস্তুতই ছিল। কেবল বাকি ছিল আনুষ্ঠানিক কাজটুকু। মঙ্গলবার দিল্লীতে সন্ধে নামার ঠিক আগেই তা সম্পন্ন হয়ে গেল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করব এবার থেকে। দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব।” প্রসঙ্গত, রাজ্যের বাইরে তৃণমূল নেত্রীর সফর মানেই নতুন কিছু প্রাপ্তির ইঙ্গিত থাকে। পুজোর পর গোয়ায় গিয়ে সেখানে দলের শক্তি বাড়িয়েছেন মমতা। তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি, নৃত্যশিল্পী রেমো ডিসুজা, টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এবার দিল্লী সফর থেকেও দলে একাধিক নতুন মুখ নিয়ে ফিরবেন মমতা। মঙ্গলবার বিকেলে তারই একদফা সম্পূর্ণ হল। কংগ্রেস নেতা কীর্তি আজাদ, জেডিইউ নেতা পবন বর্মা যোগ দিলেন তৃণমূলে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটের অন্যতম নামী ব্যক্তিত্ব কীর্তি আজাদ। ১৯৮৬ সালে খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনৈতিক কেরিয়ার শুরু করেন। বাবা ভগবৎ আজাদের পথে হেঁটে গেরুয়াশিবিরে নাম লেখান। সেখানেই বেশ কয়েকবছর কাজ করেছেন। দ্বারভাঙা থেকে দু’বারের সাংসদও নির্বাচিত হন। পরবর্তীতে দলের সঙ্গে মতান্তরের জেরে বিজেপি তাঁকে বহিষ্কার করে। ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন কীর্তি আজাদ। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে শুরু হল তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়। মমতার দিল্লী সফরে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার কথা হরিয়ানার কংগ্রেস নেতা অশোক তনওয়ারেরও।