সোমবার দিল্লীর উদ্দেশে রওনা দেওয়ার আগেই কলকাতা বিমানবন্দর থেকে বিজেপিকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, “বিজেপি ভোটের নামে ঘোট করে। ভয় পেয়েছে বলেই তো এ রকম করছে।” এর পরই বাংলার সঙ্গে তুলনা টেনেছেন ত্রিপুরার। মমতা বলেছেন, “আমাদের রাজ্যে তো ৩৬৫ দিন বিজেপির নেতারা আসত। আমরা কোনও দিন বাধা দিইনি। ওখানে কেন এ রকম হচ্ছে?”
পাশাপাশি ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশনকেও একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “ত্রিপুরায় বিরোধীদের উপর একের পর এক আক্রমণ হচ্ছে। মানবাধিকার কমিশন কোথায় গেল?” প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় ভোটের পর একাধিক জায়গায় গিয়েছিলেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। সেই প্রসঙ্গ তুলেই ত্রিপুরার পরিস্থিতি নিয়ে কমিশনকে কটাক্ষ করলেন মমতা।