অরুণাচলপ্রদেশে চিনা অনুপ্রবেশের অভিযোগের বিষয়ে নীরবতা পালনের জন্য মোদী সরকারকে তোপ দাগল কংগ্রেস। চিনা অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসের অভিযোগ, বিজেপির সরকার ইচ্ছাকৃত ভাবে তথ্য বিকৃতি করছে।
অরুণাচলপ্রদেশের একটি এলাকার দুটি স্যাটেলাইট ছবি দেখিয়ে কংগ্রেসের মুখপাত্র ডঃ অভিষেক মনুসিংভি দাবি করেন যে চিন ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ৬০টি স্থাপনা নির্মাণ করেছে। ‘এখন খবর’এই ছবি দুটির সত্যতা যাচাই করেনি। তবে ছবি প্রসঙ্গে মনু সিংভি এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের অবস্থান নিয়ে দ্বন্দ্বের কথাও উল্লেখ করেন।
কংগ্রেস নেতা বলেন, ‘চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, একটি কনক্লেভে বলেন, সব ঠিক আছে এবং সীমান্তের চিনা দিকে সমস্ত নির্মাণের ঘটনা ঘটছে। কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে অরিন্দম বাগচি ওই দিনই বলেন, অবৈধ নির্মাণ করেছে চিন। এই ধরনের একটি ইস্যুতে আমরা কি বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রকের মধ্যে এই অকল্পনীয়-অমার্জনীয় মতভেদ সহ্য করতে পারি?’
এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর নীরবতার নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে সৎ ও স্বচ্ছ হওয়ার জন্য অনুরোধ করছি এবং অবিলম্বে জাতীয় নিরাপত্তার এই বিশাল সমস্যাটির সমাধান করার জন্য অনুরোধ করছি।’