সোমবার ত্রিপুরার আগরতলায় আক্রমণাত্মক মেজাজেই বক্তব্য রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকের শুরুতেই আদালত অবমাননার মামলার প্রসঙ্গ তুলে অভিষেক জানান, “ত্রিপুরায় নৈরাজ্য চলছে। ত্রিপুরায় বিরোধীদের নিরাপত্তা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বন্ধ হয়নি অত্যাচার। তাই আদালত অবমাননার মামলা করেছি। কাল শুনানি। বিপ্লব দেবকে চ্যালেঞ্জ করছি, সুপ্রিম কোর্টে যদি না হারাই আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। টানতে টানতে নিয়ে যাব, কী ভাবেনটা কী!”
এছাড়া ‘খেলা হবে’ স্লোগান দেওয়ায় যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। পাশাপাশি, এদিন ত্রিপুরার পুলিশ, প্রশাসনকেও কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “থানায় গিয়ে হামলা করছে বিজেপি। হাসপাতালে দুয়ারে গুণ্ডা পাঠিয়েছে। পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে। তাঁদের দলদাস বানিয়ে দিয়েছে বিজেপি।” এরপরই তাঁর বক্তব্য, “বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে।” বিপ্লব দেব সরকারকে একহাত নিয়ে অভিষেক জানান, “ত্রিপুরায় দিনের আলোয় বেরোনো মুশকিল। নিজের মত প্রকাশ করা যায় না এখানে। এই পরিস্থিতি বদলাতে হবে। রাজ্যের আইন-শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। আর এই পরিবর্তন করতেই আমরা এখানে এসেছি। জিতে তারপরই রাজ্য ছাড়ব।”