ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ। থানা ঘেরাও করে তৃণমূল কর্মীদের মারধর করেছে বিজেপি। এই সব ঘটনা নিয়ে অমিত শাহের কাছে দরবার করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু সাক্ষাতের সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। এবার তাই অমিত শাহের বাড়ি ঘেরাও করে ধর্নায় বসার পরিকল্পনা করছে ঘাসফুল শিবির।
ত্রিপুরার পরিস্থিতি নিয়ে ধরনার জন্য ইতিমধ্যেই দিল্লী পৌঁছেছেন তৃণমূলের ১৬ সাংসদ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা তাঁদের। তবে, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সময় চেয়েছিল তৃণমূল। কিন্তু সূত্রের খবর, সেই সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই কারণেই রাজধানীতে তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
ত্রিপুরা পরিস্থিতির কথা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সোমবার সকালেই দেখা করতে চান তৃণমূলের সাংসদরা। অমিত শাহকে ট্যাগ করে একটি টুইটও করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের উপর হামলার একটি ভিডিও তিনি আপলোড করেছেন ওই টুইটে।
সঙ্গে ডেরেক লিখেছেন, ত্রিপুরায় কীভাবে সংবাদমাধ্যমের উপরও হামলা চলেছে। আর সেই কারণেই দেখা করার আর্জি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সময় পাওয়া যায়নি বলেই খবর। এরপরই অমিত শাহের বাসভবন ঘিরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।