জোরে গাড়ি চালিয়ে মানুষ মারার চেষ্টার অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে। দলীয় নেত্রীর গ্রেফতারির প্রতিবাদে আজ দিল্লীতে ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা। রাতের মধ্যেই দিল্লী পৌঁচেছেন বেশিরভাগ তৃণমূল সাংসদ। বাকিরা পৌঁছচ্ছেন সোমবার সকালেই।
সূত্রের খবর, ১৫ জনের বেশি সাংসদ রাতেই দিল্লি পৌঁচেছেন। বিশেষ বৈঠকও করেছেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। ত্রিপুরায় স্বৈরাচার চলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই মর্মে অভিযোগও জানাতে চান তাঁরা। সোমবার সকাল থেকেই তৃণমূল সাংসদরা ধর্নায় বসতে চলেছেন বলে দলীয় সূত্রে খবর।
দিল্লী উড়ে যাওয়ার আগে এদিন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় কড়া ভাষায় তোপ দাগেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে। কটাক্ষের সুরে বলেন, ‘ত্রিপুরার বিপ্লব দেব হিটলার। ও অগণতান্ত্রিকভাবে আইন ব্যবস্থাকে নস্যাৎ করে দিচ্ছে। এটা ভারতবর্ষে নজিরবিহীন। বিপ্লব দেব বুঝতে পেরেছে যে আগামীদিনে ও থাকতে পারবে না। ওর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। একটা সময়ে ও আমার সেক্রেটারির কাজ করেছে। জানা আছে ওর কি স্ট্যান্ডার্ড’!
একই সুরে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারও বলেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র বলে কোনও বস্তু নেই। ওরা আবার এখানে এসে বড় বড় কথা বলেন’।
