সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে দিল্লী সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে বৃহস্পতিবার তিনি রাজধানীতে থাকবেন। সেখানে একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ তারিখ অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে দেখা করবেন মমতা। জানা গিয়েছে, মোদীর কাছে রাজ্যের বকেয়া পাওনার দাবি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া জানাতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়া মমতা-মোদীর সাক্ষাৎপর্বে উঠতে পারে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয়– বাংলা-সহ তিন রাজ্যে বিএসএফের ক্ষমতাবৃদ্ধির ইস্যু। এ বিষয়ে রাজ্য সরকারের আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রীকেই জানাতে চান মমতা।
