কৃষি আইন প্রত্যাহার মানেই সংস্কার শেষ নয়! প্রয়োজনে ফের আনা হতে পারে এই ধরনের আইন! এমনটাই ইঙ্গিত দিলেন রাজস্থানের বর্তমান রাজ্যপাল তথা বিজেপির একসময়ের শীর্ষ স্থানের নেতা কলরাজ মিশ্র। তিনি বলছেন, পরিস্থিতি বুঝে ফের এই ধরনের আইন আনা হতে পারে।
রাজস্থানের রাজ্যপাল কৃষি আইন প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, ‘সরকার চেষ্টা করেছিল কৃষি আইনের উপকারিতা সম্পর্কে কৃষকদের বোঝাতে। কিন্তু কৃষকরা একগুয়েমি দেখিয়েছে। কৃষি আইন প্রত্যাহার করার ব্যাপারে অনড় থেকেছে। সম্ভবত সেকারণেই সরকারের মনে হয়েছে এখন এটা প্রত্যাহার করা উচিত। পরবর্তীকালে প্রয়োজন পড়লে এই আইন আবার আনা হতে পারে’।
কলরাজ মিশ্রর এই বয়ানের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কৃষকদের শান্ত করতে আপাত সমাধানসূত্র হিসাবে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? পরবর্তীকালে সত্যিই কি এই তিন বিতর্কিত কৃষি আইন ফের আনা হতে পারে? একটি রাজ্যের রাজ্যপাল যখন বলছেন, তখন তাঁর কথাকে গুরুত্ব দিতেই হয়। এমনিতেই রাজনৈতিক মহলের ধারণা যে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের ভোটে হারের ভয়েই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভোট মিটে গেলে সরকার পুনরায় আইন বলবত করবে না তো? প্রশ্ন উঠছেই।