কৃষক আন্দোলনের জেরে শেষমেশ পিছু হঠেছে মোদী সরকার। শুক্রবারই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘কৃষক আন্দোলন রুখতে সব চেষ্টা করেছিল কেন্দ্র, তবে শেষমেশ তাঁদের নতজানু হতে হল।’
মোদীর কৃষি আইন প্রত্যাহারের এই সিদ্ধান্তের এই দিনটি ভারতের ইতিহাসে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের মতোই একটি ‘ঐতিহাসিক দিন’ বলে মনে করেন কেজরিওয়াল। তাঁর কথায়, ‘ভারতের ইতিহাসে আজ একটি সোনালী দিন। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের মতো করেই এই দিনটিও গণ্য করা হবে। আজ কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতিবাদের সামনে মাথা নত করল। বাধ্য হয়েই তিনটি কালো আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হল।’
দিল্লীর মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজ শুধু কৃষকদের জয় হয়নি, এটা গণতন্ত্রের জয়। আজ কৃষকরা সব সরকারকে দেখিয়ে দিলেন যে গণতন্ত্রে সরকারকে সবসময় জনগণের কথা শুনতে হবে। শুধুমাত্র জনগণের ইচ্ছাই প্রাধান্য পাবে। কোনও দল বা রাজনীতিকের ঔদ্ধত্য তাঁদের সামনে দাঁড়াতে পারবে না।’