শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে ৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন মোদী। সেই প্রেক্ষিতেই দেশের অন্নদাতাদের আন্দোলনকে স্যালুট জানালেন স্বরা ভাস্কর, সোনু সুদ, প্রকাশ রাজ, তাপসী পান্নুদের মতো বলিউড তারকারা। একযোগে বললেন, ‘রাজা আজ পদানত, স্যালুট’।
কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সিংঘু সীমান্তে কৃষকদের সঙ্গে ধর্নাতেও বসেছিলেন। আইন প্রত্যাহারের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্বরা। কৃষকদের উদ্দেশে নিজের একটি কবিতা শেয়ার করেছেন অভিনেতা প্রকাশ রাজ। সঙ্গে লিখেছেন, ‘আমার দেশের কৃষকদের এই নিরলস লড়াইয়ের কাছে আজ পদানত রাজা’।
মোদীর এই সিদ্ধান্তে বেজায় খুশি সোনু সুদ। বলছেন, ‘ঐতিহাসিক সিদ্ধান্ত। কৃষকরা আবার ক্ষেতে ফিরে যাবেন। দেশের ক্ষেত আবার শস্য-শ্যামলা হয়ে উঠবে। ধন্যবাদ মোদীজি। গুরু নানকের জন্মদিন উপলক্ষে কৃষকদের পরব আরও বিশেষ হয়ে উঠল। জয় জওয়ান, জয় কিষাণ’। অভিনেত্রী তাপসী পান্নু বলছেন, ‘গুরুনানকের কৃপা..’। রিচা চাড্ডার কথায়, ‘আপনারা জিতে গিয়েছেন। আপনাদের এই জয় আমাদের সবার জয়’।
প্রসঙ্গত, ২০২০-র সেপ্টেম্বরে তিনটি বিল পাশের পর থেকে রাস্তায় নেমে প্রবল বিক্ষোভে সোচ্চার হন লক্ষ-লক্ষ কৃষক। হরিয়ানা, পাঞ্জাব থেকে কৃষকরা এসে ভিড় জমান রাজধানী দিল্লির সীমানায়। মাসের পর মাস ধরে দিল্লির সীমানা ঘেরাও করে চলে বিক্ষোভ। সেই বিক্ষোভে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার-সহ একাধিক রাজ্য থেকে কৃষকরা গিয়ে জড়ো হন। কংগ্রেস-সহ বিজেপি বিরোধী একাধিক দলের নেতারাও বিক্ষোভে পাশে ছিলেন শুরু থেকেই। সমর্থন জানিয়েছিলেন বলিউড ব্রিগেডও। এদিন তারাই উচ্ছ্বাস প্রকাশ করলেন।