কৃষি আইন প্রত্যাহারের খবরে ফুঁসে উঠলেন কঙ্গনা রানাউত। এর আগে সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। এবার জেহাদিদের শায়েস্তা করতে স্বৈরাচারী হতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দিরা গান্ধীর কথা স্মরণ করালেন কঙ্গনা।
শুক্রবার প্রধানমন্ত্রী আইন বাতিলের ঘোষণা করতেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে একের পর এক প্রতিক্রিয়া।সেখানেই এক নেটিজেন আইন প্রত্যাহারের স্বপক্ষে পোস্ট করেন। তার স্ক্রিনশট দিয়ে কঙ্গনা লেখেন, ‘দুঃখজনক, লজ্জাজনক এবং অত্যন্ত অন্যায়। যদি সংসদে জনপ্রতিনিধিরা নয়, রাস্তার মানুষজনরা আইন তৈরি করতে শুরু করে তাহলে এটাও একটি জেহাদি দেশ। তাঁদের সবাইকে অভিনন্দন, যাঁরা এই কামনা করছিল’।
এখানেই থামেননি কঙ্গনা। ভালোমানুষি নয়, দেশবিরোধী এবং জেহাদিদের শায়েস্তা করতে স্বৈরাচারকেই একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। নাম না করে মোদীর উদ্দেশ্যে ইন্দিরা গান্ধীর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যখন দেশবাসীর আদর্শ ঘুমিয়ে তখন লাঠিই একমাত্র সমাধান এবং স্বৈরাচার একমাত্র পথ। শুভ জন্মদিন ম্যাডাম প্রাইম মিনিস্টার’।
উল্লেখ্য, কৃষক আন্দোলনের বিরুদ্ধে এর আগেও বারবার গর্জে উঠেছিলেন কঙ্গনা। কৃষি আইন বাতিল নিয়ে আগেও সংশয় প্রকাশ করেছিলেন তিনি। কঙ্গনা লিখেছিলেন, ‘ আমরা ভোট দিয়ে জাতীয়তাবাদী সরকার এনেছি ঠিকই। কিন্তু, আদতে জাতীয়তাবাদ বিরোধী শক্তিদের কথা শুনছি।’
