আগামী সপ্তাহেই দিল্লী সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসন্ন সফর জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলেই জানিয়েছেন দলের এক শীর্ষ নেতা। গোয়ায় মমতার সফরের সময়ে দলে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লী থাকাকালীন তেমন ‘চমক’ দেখা যাবে কি না, তা অবশ্য স্পষ্ট করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে। তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে এবার মমতার হাত ধরে তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী দলের এক শীর্ষ নেতার কথায়, ‘বিজেপির ওপর যে সব নেতা ক্ষুব্ধ, কিন্তু কংগ্রেস যাওয়ার জায়গা নেই, তাঁরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। এই মুহূর্তে মমতা তথা তৃণমূলই যে মোদীকে রুখতে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে।’
রাজনৈতিক শিবিরের বক্তব্য, বরুণ গান্ধীর সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক তিক্ত। মা মেনকা গান্ধী এবং তাঁকে বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে ছেঁটে ফেলা হয়েছে। সম্প্রতি লখিমপুর হিংসার পর কৃষক হত্যার নিন্দা করেছিলেন বরুণ। গান্ধীজির জন্মদিনে নাথুরাম গডসের বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছিল পিলভিটের বিধায়ককে। রাজনৈতিক সূত্রের মতে, বরুণ বিজেপি ছাড়লে তাঁর একটি নতুন রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হবে। অথচ কংগ্রেস পরিবারে বরুণের যাওয়া সম্ভব নয়। তাই তৃণমূলই তাঁর কাছে সেরা বিকল্প। অন্যদিকে, বরুণের পাশাপাশি তৃণমূলে সম্ভাব্য অতিথির তালিকায় রয়েছেন জেডিএস থেকে বিএসপিতে যোগ দেওয়া দানিশ আলি। গত বছর তাঁর সঙ্গে মতান্তরের জেরে তাঁকে লোকসভার নেতার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মায়াবতী।