বিভিন্ন সময়ে গোবর ও গোমূত্র সংবাদ শিরোনামে এসেছে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব কখনও বা সাধারণ কোনও ব্যক্তি, গরুর দেহ থেকে নির্গত বর্জ্য স্বাস্থ্যের পক্ষে কতটা প্রয়োজনীয় বারবার সেই ব্যখ্য সামনে এসেছে এবং সেই নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। চিকিৎসকদের দাবি ছিল গোবর বা গোমূত্র স্বাস্থ্যের পক্ষে লাভজনক এই দাবি সপক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এবার এক চিকিৎসকই গোবরের সুফল নিয়ে প্রকাশ্যে সওয়াল করলেন। শুধু সেখানেই থেমে থাকেননি তিনি, বরং প্রকাশ্যেই খেলেন গোবর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে হরিয়ানার এক চিকিৎসক গোবর খাচ্ছেন এবং তিনি জানিয়েছেন, গোবর দেহ, মন ও আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। প্রকাশ্যে আসার পর থেকেই ওই চিকিৎসকের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। জানা গিয়েছে, হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তল। স্থানীয় এক গোয়ালে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরে উপকারিতা নিয়ে সোচ্চার হন ওই চিকিৎসক। মাটিতে পড়ে থাকা গোবর তুলে তিনি খেয়ে নিয়েছিলেন এবং তিনি জানান তাঁর মা প্রত্যেক দিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করত।
গোবর আমাদের শরীর, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করে এই দাবি করার পাশাপাশি ওই চিকিৎসকের দাবি, মহিলাদের গর্ভাবস্থায় যদি গোবর খাওয়ানো হয় তবে তাদের সন্তান প্রসবের প্রক্রিয়াটি সাধারণভাবেই হবে, কখনওই প্রসবের জন্য শল্যচিকিৎসার প্রয়োজনীয়তা নেই। এরপেরই আরও এক বিস্ফোরক দাবি করেন তিনি, তিনি বলেন গোমূত্রে সোনা রয়েছে। এই ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই হইচই পড়ে যায়। এক ব্যক্তি বলেন, ‘ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের উচিত এখনই এই ব্যক্তির লাইসেন্স বাতিল করে দেওয়া। কারণ এরপর ছোট ছোট শিশুদের অসুখ হলে ওষুধের পরিবর্তে তিনি গোবর খেতে বলবেন।
