গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র গাড়িটি চালাচ্ছিলেন। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের তদন্তের গতি নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল। এবার উত্তরপ্রদেশ সরকারের তদন্তের ওপর নজরদারি চালাতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈনকে নিয়োগ করল শীর্ষ আদালত। যোগী সরকার লখিমপুর খেরির ঘটনার তদন্ত পর্যবেক্ষণের জন্য একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করতে সম্মত হওয়ার দু’দিন পরে এই নিয়োগ করা হল। স্পেশাল ইনভেস্টিগেশন টিমে তিনজন আইপিএস অফিসারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। চার্জশিট দাখিল এবং বিচারপতি জৈনের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে।
