ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করেছিলেন তিনি। এই ছিল তাঁর ‘অপরাধ’। আর এর ‘শাস্তি’ হিসেবে তাঁকে ধর্ষণ করে খুন করল খোদ তাঁরই বাবা! হ্যাঁ, এবার এমনই পাশবিক ঘটনা ঘটল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রতিবাদে। ভোপালের এই শহরে চাঞ্চল্য ছড়িয়েছে এমন ভয়ংকর ঘটনায়। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। জিজ্ঞাসাবাদের সময় নিজের অপরাধ কবুলও করেছে অভিযুক্ত।
দিনদুয়েক আগে সামাসগড়ের এক জঙ্গলে মিলেছিল ওই তরুণী ও তাঁর ৮ মাসের শিশুসন্তানের মৃতদেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তরুণীর পরিচয়। এরপরই জানা যায় মেয়ের বিয়ে নিয়ে তাঁর পরিবার ছিল অত্যন্ত অসন্তুষ্ট। এতেই সন্দেহ দানা বাঁধে। এরপর অভিযুক্তকে জেরা শুরু করতেই তিনি ভেঙে পড়েন। কবুল করে নেন তাঁর অপরাধ। জানিয়ে দেন তিনি নিজেই তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করেছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বাড়ির অমতে বিয়ে করেছিলেন রতিবাদের বাসিন্দা ওই তরুণী। ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করার জন্য প্রতিবেশীদের নিয়মিত গঞ্জন সহ্য করতে হচ্ছিল তাঁর পরিবারকে। এই নিয়ে বচসা শুরু হয়। ইতিমধ্যেই অসুখে ভুগে মারা যান তরুণীর শিশুপুত্র। সমসগড়ের জঙ্গলে দেহটি সমাধিস্থ করতে নিয়ে যান ওই তরুণী। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবাও।
জঙ্গলের মধ্যে ফের উঠে আসে তরুণীর বিয়ের প্রসঙ্গ। শুরু হয় প্রবল বিতণ্ডা। শেষ পর্যন্ত পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরই তরুণীকে ধর্ষণ করে খুন করেন ৫৫ বছরের ওই প্রৌঢ়। তারপএ সেখান থেকে পালিয়ে যান তিনি। জানা গিয়েছে, দিপাবলীর সময় নিজের বড়দিদির বাড়িতে এসেছিলেন ওই তরুণী। সেখানেই তাঁর শিশুপুত্র মারা যায়। এরপর তাঁর দিদিই খবর দেন বাবাকে।