বিধানসভা নির্বাচনের আগেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশনে’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা।
মঙ্গলবার রাজ্যের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একটি হোয়াটস অ্যাপ নম্বর নম্বর চালু করলেন। কে রেশন পেলেন, কে পেলেন না, কার রেশন কার্ডে আধার সংযুক্তিকরণ বাকি রয়ে গিয়েছে, রেশনের বিলি করা সামগ্রীর মান নিয়ে কোনও অভিযোগ রয়েছে কি না, সে সংক্রান্ত যাবতীয় অভাব-অভিযোগ ওই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি জানানো যাবে।
এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন খাদ্যসাথী-আমার রেশন মোবাইল অ্যাপ। ওই অ্যাপের মাধ্যমেই রেশন সংক্রান্ত যাবতীয় আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। পাশাপাশি রেশনকার্ডের আন্তঃরাজ্য গ্রহণযোগ্যতার সূচনা করেন। যার ফলে এবার আধার ও রেশন কার্ড সংযুক্ত করা থাকলে যে কোনও প্রান্তের বাসিন্দা যে কোনও জায়গা থেকে রেশন নিতে পারবেন।
উদ্বোধন কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার সরকার মানবিক। রাজ্যবাসীর স্বার্থে রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেবে। রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াটা একটা মহৎ কাজ। এটা মানুষের সেবার কাজ। রাজ্যে ১০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন, যা অন্য কোথাও হয় না’। অনেকের মনেই প্রশ্ন, তবে কি এবার ডিলাররা বাড়িতে গিয়ে দিয়ে আসবে রেশন সামগ্রী? সেই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, ডিলাররটা গাড়িতে রেশন সামগ্রী নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় যাবে। তার পাঁচশো মিটারের মধ্যে যাদের বাস, তাঁদের গাড়ির কাছে গিয়ে আনতে হবে রেশন।