সামনেই কলকাতার পুরভোট। তাই তাতে প্রার্থী হিসেবে নতুন মুখ বা যুব সম্প্রদায়কে গুরুত্ব দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। একইভাবে হাওড়া পুরসভায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এক নীতি নিচ্ছে তৃণমূল, এমনই খবর দলীয় সূত্রে।
দুর্নীতি ও স্বচ্ছ ভাবমূর্তি তো বটেই, পুর পরিষেবার কাজ বুঝবে, দ্রুত সেসব কাজ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে – পুরলড়াইয়ের ময়দানে এমন মুখই চাইছে রাজ্যের শাসকদল। স্বচ্ছতার সঙ্গে দ্রুত কাজ, তার সঙ্গে অভিজ্ঞতা – এই দুইয়ের মিশেলে এবার কাজ করতে চাইছে দল। যুব সম্প্রদায়কে গুরুত্ব দিতে যুব সংগঠনের পাশাপাশি ছাত্র রাজনীতি করে উঠে আসা নেতৃত্বের নামও রয়েছে সম্ভাব্য তালিকায়।
এক্ষেত্রে আরও একটি বিষয় সামনে এসেছে। মহিলাদের জন্য যত আসন সংরক্ষিত, তার থেকেও বেশি আসনে মহিলা প্রার্থীদের যোগদান চেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তার প্রস্তুতিও নেওয়া চলছে। মনে করা হচ্ছে, তালিকায় একাধিক চমক থাকবে। চূড়ান্ত তালিকা অবশ্য তৈরি হবে তৃণমূল নেত্রীর নির্দেশেই।
ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব দফায় দফায় এ নিয়ে বৈঠক সেরেছে। প্রার্থী নিয়ে আলোচনা সেরে কীভাবে ভোট হবে, তারও বিশ্লেষণ হয়েছে নানা স্তরে। আই প্যাক গত কয়েক মাসে কয়েক দফায় সমীক্ষা চালিয়েছে। সেই রিপোর্ট স্বাভাবিকভাবেই গুরুত্ব পাবে। কোন প্রার্থী নিয়ে সমাজে কেমন প্রতিক্রিয়া, কার নামে অভিযোগের আঙুল উঠেছে গত পাঁচ বছরে, সেসবই খতিয়ে দেখা চলছে।