কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে ফের তৈরি হল অনিশ্চয়তা। এখনই বিজ্ঞপ্তি জারি করা হবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, ভোট নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলার শুনানি যতদিন চলবে, ততদিন পুরভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে না। এ বিষয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা হাইকোর্টে সম্প্রতি একটি মামলা দায়ের করে বিজেপি। সেখানে তারা জানায়, কেন শুধুমাত্র কলকাতা ও হাওড়ায় পুরভোট করাতে চাইছে রাজ্য সরকার? কেন বাকি পুরসভাগুলিতে এখনই ভোট করানো হবে না। প্রধান বিচারপতির এজলাসে মঙ্গলবার এই মামলা ওঠার পরই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় আপাতত এ বিষয়ে তারা কোনও সিদ্ধান্ত নেয়নি। একই সঙ্গে কমিশন জানিয়ে দেয়, আপাতত ভোটের কোনও বিজ্ঞপ্তি তারা জারি করছে না। অর্থাৎ ১৯ ডিসেম্বর ভোটের দিন কার্যত ঘোষণা হয়ে গিয়েছিল। রাজ্য সরকার-রাজ্য নির্বাচন কমিশন উভয় পক্ষই সায় দিয়েছিল। কিন্তু বিজেপির করা মামলার জেরে তা আপাতত বিশ বাঁও জলে।
এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘কেন সব পুরসভায় একসঙ্গে ভোট করানো হচ্ছে না?’ জবাবে কমিশনের আইনজীবী বলেন, ‘আমরা এ বিষয়ে হলফনামা জমা দেব।’ কমিশনের আইনজীবী আদালতকে জানান, যত দিন মামলার শুনানি চলবে, পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন।
ফলে নতুন করে যে আইনি জটিলতা তৈরি হল, তাতে আদৌ ১৯ তারিখ দুই পুরসভায় ভোট হওয়া সম্ভব কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ থাকছে।