টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরে ভারতে এলেও আসন্ন টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তাঁর বদলে জোরে বোলার টিম সাউদি দলের অধিনায়কত্ব করবেন।
১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ। প্রথম ম্যাচ হবে জয়পুরে। তার পরে রাঁচি ও কলকাতায় হবে বাকি দু’টি ম্যাচ। ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে মুম্বইয়ে।
টি২০ সিরিজে ভারত বিশ্রাম দিয়েছে সদ্য অধিনায়কত্ব ছাড়া বিরাট কোহলিকে। প্রথম টেস্টেও খেলবেন না তিনি। অন্য দিকে টি২০ সিরিজের নতুন অধিনায়ক রোহিত শর্মাকেও প্রথম টেস্টে বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘পর পর বুধ, শুক্র ও রবিবার ম্যাচ থাকায় উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছে জয়পুরে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে। সেখানেই লাল বলের ক্রিকেটের প্রস্তুতি সারবেন তিনি। উইলিয়ামসনের বদলে টিম সাউদি টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন।’