উৎসবের মরশুমেও দেশে কোভিড গ্রাফ মোটের উপর নিম্নমুখী থাকায় মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম। এরই মধ্যে স্বস্তি দিয়ে এবার ফের দেশের দৈনিক সংক্রমণ নামল ৯ হাজারেরও নীচে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। গত ২৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন এই সংক্রমণ। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১।
অন্যদিকে, দৈনিক মৃত্যুও ২০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২ জন। অন্যদিকে, পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ৬১ হাজার ৭৫৬ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭১ জন। আবার গত কয়েক মাস ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে তিন হাজার ৩০৩। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৭৯৩ জন। যা গত ৫২৫ দিনের মধ্যে সর্বনিম্ন।