বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বিরসা মুন্ডার জন্মদিবসে সরকারি ছুটি থাকবে। এবছর থেকে তা চালু হল। আজ, সোমবার রবীন্দ্রসদনে পালিত হয় বিরসা মুন্ডার জন্মদিবস। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারি উদ্যোগে। রাজ্যের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পী ও শিল্পগোষ্ঠীর মন মাতানো অনুষ্ঠান হয়। ছিল খাওয়া-দাওয়ার আয়োজনও।
১৮৭৫ সালের ১৫ই নভেম্বর তৎকালীন বিহার, বর্তমান ঝাড়খন্ড রাজ্যের রাচির উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে ‘মুন্ডা বিদ্রোহ’ সংগঠিত হয়। এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় ‘উলগুলান’। যার অর্থ ‘প্রবল বিক্ষোভ’। ৯ই জুন ১৯০০ সালে রাঁচি জেলের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। সেই খাবার খেয়েই তাঁর মৃত্যু হয়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। এদিন রবীন্দ্রসদনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছিলেন। প্রদর্শন করেছেন তাঁদের নৃত্যশৈলী। ছিল ধামসা মাদলের সঙ্গে গান ও অন্য অনুষ্ঠান।