ট্রেড ইউনিয়ন নিয়ে এবার সদস্যদের কড়া নির্দেশ দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। “ট্রেড ইউনিয়ন করতে গেলে শুধু ট্রেড যারা করছেন, জানবেন, তাঁদের চেয়ার টলমলো।” রবিবার জলপাইগুড়ির আইএনটিটিইউসির সভায় দাঁড়িয়ে এমনই জানালেন ঋতব্রত। এদিন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তাঁর বক্তৃতায় স্পষ্ট করে দেন, নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করা হবে। সে বিষয়ে চর্চা চলছে। শুধু রাজ্য কমিটিতে থাকলাম, কাজ কিছু করলাম না, এসব চলবে না।
পাশাপাশি তিনি জানান, “প্রতিটি রাজ্য কমিটির সদস্যদের কাজ নির্দিষ্ট থাকবে। প্রতিটি রাজ্য কমিটির সদস্যকে কোনও না কোনও ট্রেডের সঙ্গে যুক্ত থাকতে হবে। সেই ট্রেডে কাজ করতে হবে। কী কাজ করতে তার হিসাব নেওয়া হবে। কোনও পদই কিন্তু স্থায়ী নয়। আমি রাজ্য সভাপতি। আমার পদও কিন্তু স্থায়ী নয়। কাজ করতে পারলে আমরা থাকব। কাজ না করতে পারলে যিনি কাজ করতে পারবেন, তাঁকে জায়গা ছেড়ে দিতে হবে।”