সোমবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইডি ও সিবিআই প্রধানের ২ বছর থেকে ৫ বছর অবধি মেয়াদ বৃদ্ধিতে লিখিত অনুমতি দিয়েছেন। তবে শুধু সিবিআই, ইডি নয়। এবার প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানেরও মেয়াদ বাড়াতে চলেছে মোদী সরকার। এই বিষয়ে রীতিমতো আইন সংশোধনের পথে হাঁটল তারা। নয়া আইনে ২ বছর করে মেয়াদ বাড়তে চলেছে দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা বিভিন্ন দফতরের কর্তাদের।
আজ, সোমবার একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। যেখানে জানানো হয়, গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট প্রয়োজনে নতুন আইনে প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের মেয়াদ বাড়ানো যেতে পারে। সেই মেয়াদ বাড়তে আরও ২ বছর হতে পারে। মনে করা হচ্ছে, ইডি ও সিবিআইয়ের মতোই প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্রসচিব, র প্রধান ও আইবি প্রধানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তই নিতে চলেছে মোদী সরকার।