নন্দীগ্রাম মামলায় কলকাতা হাই কোর্টের বিচারে তাঁর আস্থা নেই বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার হাই কোর্ট বলল, রাজ্যের প্রধান বিরোধী দলনেতাকে এই বক্তব্য লিখে জমা দিতে হবে আদালতে। আগামী ১ ডিসেম্বর নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি। তার আগে ২৯ নভেম্বর ওই লিখিত বক্তব্য জমা দিতে হবে। নন্দীগ্রাম ভোট গণনায় কারচুপি মামলাটি শুভেন্দুর দাবি অনুযায়ী হাই কোর্ট থেকে অন্যত্র সরানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে তারপর।
গত ২ মে রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছিল। তার ঠিক পাঁচ মাস ১৩ দিন পর সোমবার নন্দীগ্রামের ভোট গণনা মামলাটির শুনানি শুরু হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে। সোমবার হাই কোর্টে নন্দীগ্রাম মামলাটির শুনানি পিছনোর আবেদন করেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দুর আইনজীবীরা। সেই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘হাই কোর্টে যে বিরোধী দলনেতার আস্থা নেই তা ২৯ নভেম্বরের মধ্যে লিখিত ভাবে জমা দিতে হবে তাঁকে।’
হাই কোর্টের বিচারে অনাস্থা প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক। কলকাতা হাই কোর্টের বেঞ্চের বিচারে অনাস্থা প্রকাশ করে তিনি বলেছিলেন, মমতার আবেদন এ রাজ্য ব্যতীত অন্য যে কোনও রাজ্যে স্থানান্তরিত করা হোক। সোমবার শুভেন্দুর আইনজীবীরা বলেছিলেন, সুপ্রিম কোর্টের মামলাটির নিষ্পত্তি হলেই যেন হাই কোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি শুরু হয় এবং নন্দীগ্রাম মামলাটি যেন কলকাতা হাই কোর্ট থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।