কিছুদিন আগেই তাদের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে বিজ্ঞাপন দিয়েছিল যোগী সরকার। যাতে বানার মা ফ্লাইওভারের ছবি দেখা গিয়েছিল। তা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার একইভাবে পুষ্কর সিংহ ধামীর রাজ্য উত্তরাখণ্ডের ‘সাফল্য’ তুলে ধরতে গিয়ে বাংলার অণ্ডাল বা দুর্গাপুর বিমানবন্দরের ছবি দেখিয়ে প্রচার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ফের বিজেপিকে বিঁধলো তৃণমূল।
কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রচারমূলক একটি টুইটে বাংলার দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ছবিকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের ছবি দাবি করে টুইট করা হয়। সেই টুইট শেয়ার করেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে বলা হয়েছে, প্রথমে মা ফ্লাইওভার আর এখন দুর্গাপুরের কাজী নজরুল ইসমাল এয়ারপোর্ট। আমাদের উন্নয়ন দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই। ঘাসফুল শিবিরের খোঁচা, কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, বিজেপিকে তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি।