আসন্ন পুরভোটে দল কাকে প্রার্থী করবে সেটা দলের ওপরেই ছেড়ে দিতে হবে। কোনও ধরণের বিশৃঙ্খলা দল সহ্য করবে না। এ কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শীঘ্রই কলকাতা ও হাওড়ায় পুরভোট হবে। তার আগে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি বলেন, ‘কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হবে। তারপরই হবে আরও ১১৬টি পুরসভার নির্বাচন। দল যাকে উপযুক্ত মনে করবে, তিনিই প্রার্থী হবেন। দলের সিদ্ধান্তের উর্ধ্বে কেউ নন।’
জনপ্রতিনিধিদের সামনে রাজ্য সভাপতি বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের আস্থা। তাই রাজনৈতিক খিদে পূরণ না হলে আপনারা কোনও পদক্ষেপ করলে মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। তাই বিরূপ পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ করার আগে চারবার চিন্তা করবেন।’ এর পাশাপাশি আত্মবিশ্বাসে ভর করে বসে না থেকে মাঠে নেমে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি৷
অন্যদিকে, কলকাতা পুরসভার পুর প্রশাসক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘এখন রাজ্যে তৃণমূল ছাড়া কোথাও কোনও রাজনৈতিক দল নেই। এমনটা ভেবে অনেকেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। তৃণমূল ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ক্ষমতায় আসেনি। মানুষকে পরিষেবা দিন। কাজ করুন। জানি বহুবার বহুরকম ভাবে আপনাদের বিরক্ত করা হবে। কিন্তু বিরক্ত না হয়ে কাজ করে দিন, সেবা দিন। তবে আমরা দীর্ঘদিন এ রাজ্যে নিজেদের দলকে ক্ষমতায় রাখতে পারব।’