একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে বিরসা মুন্ডার পরিবর্তে অন্য মূর্তির গলায় মাল্যদান করেছিলেন অমিত শাহ। এবার বিরসা মুন্ডাকে স্মরণ করে ফের ভুল মূর্তিতে মাল্যদান করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা ভোটের আগে বাঁকুড়ার পুয়াবাগানে একটি মূর্তিতে মাল্যদান করেছিলেন শাহ। যদিও আদিবাসী সমাজের একাংশের তরফে অভিযোগ তোলা হয়েছিল, যে মূর্তিতে মাল্যদান করেছেন শাহ, তা আদতে শিকারীর মূর্তি।
বিষয়টি নিয়ে তোপ দাগতে ছাড়েনি তৃণমূল। আদিবাসী সমাজকে অসম্মান করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছিল। কটাক্ষ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোবপাধ্যায়। শনিবার বিরসা মুন্ডার স্মরণ করে বিজেপি বিধায়ক নীলাদ্রি সেই ভুল মূর্তিতেই মাল্যদান করে বসলেন। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ, ‘গুরু’ শাহ ভুল মূর্তিতে মাল্যদান করেছিলেন বলে সেই একই কাজ করেছেন বিজেপি বিধায়ক। তা থেকেই স্পষ্ট যে আদিবাসী সমাজকে অপমান করছে বিজেপি।