বাংলাজুড়ে ‘দুয়ারে সরকার’ শিবির সাফল্য ইতিমধ্যেই সর্বজনবিদিত। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সেপ্টেম্বরেই তিনি জানিয়েছিলেন, ১৬ই আগস্ট থেকে নতুন করে শুরু হওয়ার পরে ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে নানা প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের সাফল্য যে জাতীয় স্তরে কতটা প্রভাব ফেলেছে এবার তার প্রমাণ মিলল। জাতীয় স্তরে সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে সম্প্রতি গোয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই জানা গেল, এবার গোয়াতেও চালু হতে চলেছে একই রকম এক প্রকল্প। আর তা করছে গোয়ার বর্তমান বিজেপি সরকার। রবিবার থেকেই সূচনা হতে চলেছে এই নয়া প্রকল্পের। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইটারে এই ঘোষণা করেছেন। জানিয়েছেন গোয়ার গেরুয়া সরকারের নতুন এই প্রকল্পের নাম ‘সরকার তুমচা দ্বারি’। যার সূচনা হবে রবিবার সকাল ১০টা থেকে।
উল্লেখ্য, নামকরণ থেকেই পরিষ্কার ইঙ্গিত, বাংলার ‘দুয়ারে সরকার’ প্রকল্পের প্রভাবই যেন পড়েছে গোয়া সরকারের পরিকল্পনার উপরেও। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ শিবিরের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জহর, ১০০ দিনের কাজ-সহ মোট ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সব প্রকল্পগুলি সম্পর্কে অভাব-অভিযোগ শুনতে গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাত্র কয়েকদিনের মধ্যে প্রবল সাফল্য পেয়েছিল ‘দুয়ারে সরকার’ শিবির
এবার সেই সফল প্রকল্পই ছায়া ফেলল দ্বীপরাজ্যের রাজনীতিতেও। যাকে নিছক সমাপতন হিসেবে মানতে নারাজ ওয়াকিবহাল মহলের একাংশ। টুইটারে গোয়ার মুখ্যমন্ত্রীর পোস্টের নিচে ইতিমধ্যেই বহু নেটিজেন মন্তব্য করেছেন, মমতা সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পেরই ‘কপি-পেস্ট’ গোয়া সরকারের এই নতুন প্রকল্প।