দমদমে খোলা ম্যানহোলের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু অটোচালকের – ঘটনায় দুঃখপ্রকাশ ফিরহাদের, দিলেন তদন্তের নির্দেশ
দমদমে খোলা ম্যানহোলের ভিতরে পড়ে গিয়ে এক অটোচালকের মৃত্যু হতেই এবার নড়েচড়ে বসলেন পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
নিহত রঞ্জন সাহা দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা। অটো চালিয়ে সংসার চালাতেন তিনি। শুক্রবার রাত বাড়লেও বাড়ি ফেরেননি রঞ্জন। শুরু হয় খোঁজখবর। স্থানীয় বাসিন্দারা দমদমের সেভেন ট্যাঙ্কসের কাছে ম্যানহোল থেকে রঞ্জনকে উদ্ধার করেন।
এরপর আরজি কর হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে রঞ্জনের। তাঁর পরিজনদের দাবি, ম্যানহোলের মুখে ঢাকনা না থাকায় অটো চালিয়ে বাড়ি ফেরার পথেই ম্যানহোলে পড়ে যান ওই অটোচালক। তাতেই প্রাণহানি হয় রঞ্জনের।
যদিও ম্যানহোলের ঢাকনা না থাকার ফলে অটোচালকের মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং। তবে অটোচালকের প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব নয় বলেই দাবি তাঁর। এই ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন ফিরহাদ।