একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তাই সেখানেও বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় তৃণমূল৷ এবার গোয়ায় তৃণমূলের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কলকাতায় এলেন লুইজিনহো ফালেইরো। নির্বাচনী কৌশল নিয়ে এই আলোচনা হতে চলেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি অর্পিতা ঘোষ রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করেছেন। তাঁর ছেড়ে যাওয়া আসনে আগামী ১৬ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ২৯ নভেম্বর নির্বাচন। এই খালি আসনটিতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া থেকে সদস্য পাঠাতে চাইছে বলে সূত্রের খবর। গোয়া থেকে সদস্য পাঠানোর ক্ষেত্রে যে নাম নিয়ে সব থেকে বেশি জল্পনা চলছে তা হল লুইজিনহো ফালেইরো। এবার ফালেইরোর কলকাতায় আসা এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।