উৎসবের মরশুমেও দেশে কোভিড গ্রাফ মোটের উপর নিম্নমুখী থাকায় মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম। শুক্রবার সাড়ে ১২ হাজারের আশপাশে থাকলেও শনিবার আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ২৬ হাজার ৩৬।
এদিকে, আক্রান্ত কমলেও গতকালের তুলনায় মৃত্যু বেড়েছে এদিন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৩ হাজার ২৪৫ জন। অন্যদিকে, পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ২৬ হাজার ৪৮৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪০৩ জন। আবার গত কয়েক মাস ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮ জন। যা গত ২৭৪ দিনে সর্বনিম্ন।