রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হল। সূচী জানিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগামী ২০২২ সালের ২৩শে এপ্রিল হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের বিভিন্ন কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা। সংশ্লিষ্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে অনলাইনে শুরু হবে ফর্ম ফিলাম। পরীক্ষাকেন্দ্রে গিয়ে ওএমআর শিটে দিতে হবে পরীক্ষা। তবে কবে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, তা বোর্ডের তরফে এখনও জানানো হয়নি। গতবার কোভিড পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। জুলাই মাসে হয়েছিল পরীক্ষা। অফলাইনেই হয়েছিল পরীক্ষা। ফল প্রকাশিত হয়েছিল ১৪ই আগস্টের মধ্যে। তিন দফায় কাউন্সেলিং শেষ করা হয়েছিল।
কোভিডের কারণে প্রায় দেড় বছর স্কুলমুখো হয়নি পড়ুয়ারা। ২০২১ সালে হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ফের স্বাভাবিক নিয়মে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৭ই মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৬ই মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২রা এপ্রিল। শেষ হবে ২০শে এপ্রিল। উচ্চ মাধ্যমিক মিটলেই হবে জয়েন্ট এন্ট্রান্স। জানা গিয়েছে, ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ৪ঠা মার্চ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। তবে এই পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে স্কুলের। প্রশ্নপত্র সংসদের তরফে পাঠানো হবে না বলেই জানিয়েছেন সভাপতি। করোনা আবহে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওভাবে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যের। সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।