এবার ভার্চুয়াল মাধ্যমেও স্বাদ নেওয়া যাবে কলকাতা বইমেলার উৎকর্ষের। মেলা প্রাঙ্গণে হাজির থেকেও না সাক্ষী থাকা যাবে বইমেলার। কোভিড পরিস্থিতিতে বিদেশি দর্শকদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাংবাদিক বৈঠক করে শুক্রবার এমনটাই জানাল গিল্ড। পাশাপাশি জানিয়ে দেওয়া হল মেলার সময়সূচী এবং থিমও। মেলায় মেনে চলতে হবে কোভিডবিধি। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। শারীরিক দূরত্ববিধি মেনে চলার জন্য মেলা প্রাঙ্গণ খোলামেলা রাখার ভাবনা নেওয়া হয়েছে। প্রবেশকারীদের জন্য কোভিড টিকার দু’টি ডোজ নেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে প্রবেশের জন্য ই-পাসের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, কলকাতা বইমেলায় শুধুমাত্র শহর বা রাজ্যের দর্শক নয়, আসেন ভিন রাজ্যে এমনকী, ভিন দেশের সাহিত্যপ্রেমীরাও। কিন্তু কোভিড পরিস্থিতি অনেকে ভিন শহরে আসতে ভয় পাচ্ছেন। তাঁদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিয়েছে গিল্ড। গিল্ডের তরফে জানানো হয়েছে, বিশেষ প্রযুক্তির সাহায্যে ২০২২ সালে কলকাতা বইমেলা উপস্থিত থাকবে গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। যাতে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পাবেন। তবে অনলাইনে বই কেনা যাবে কি না তা এখনও জানানো হয়নি।
কলকাতা বইমেলার জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে করোনা ভাইরাস বাধা তৈরি করেছে বইমেলার উৎসবে। বছরের শুরুতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। কারণ, যতটা সময় এগিয়েছে, বেড়েছে সংক্রমণ। যার জেরে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয় রাজ্যে। বন্ধ হয়ে যায় ট্রেন-বাস। যার জেরে শেষমেশ আয়োজন করা যায়নি বইমেলার। ফলে মন খারাপ হয়েছিল অনেকেরই।