এবার অগ্নিকাণ্ড ঘটল নবান্নের কাছে। হাওড়ার জেটিয়া রোডে পূর্ত দপ্তরের অফিসের পিছনদিকে আগুন লাগে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের কাছে শুক্রবার সন্ধের এই অগ্নিকাণ্ড চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন তড়িঘড়ি পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে। রাজ্যের সদর প্রশাসনিক ভবন নবান্নের ঠিক পিছনদিকে পূর্তদপ্তরের অফিসের পাশে সেতুতে নামার একটি রাস্তা রয়েছে। সেখানে জড়ো করে রাখা স্তুপাকৃতি প্রতিমা নির্মাণের কাঠামো ও খড়ে আগুন লাগে। যদিও পূর্তদপ্তরের অফিসটির বাইরেই লেগেছিল আগুন। আগুন নেভানোর কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
যদিও হতাহতের কোনও খবর নেই। খবর পেয়েই ছুটে যায় শিবপুর থানার পুলিশ। দাহ্যবস্তুর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। নবান্নের কাছে থাকা দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। যার ফলে আগুন বিধ্বংসী রূপ নিতে পারেনি। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।