মাটির মানুষ মনোরঞ্জন ব্যাপারি। রান্না করেন, রিকশা টানেন, সাহিত্য চর্চাও করেন। একুশের ভোটে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর এমনই মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার পরেও একেবারে সাধারণ জীবন যাত্রার জন্যে পরিচিত বলাগড়ের তৃণমূল বিধায়ক। তবে, মাঝেমধ্যেই তাঁর ফেসবুক পোস্ট বিতর্কের ঝড় তোলে। এবার যেমন বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মনোরঞ্জন। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের পুরস্কারের প্রলোভন দেখিয়ে তাঁকে বিজেপিতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে অভিযোগ করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক।
শুক্রবার ফেসবুকে মনোরঞ্জন ব্যাপারি লিখেছেন, ‘গত বছর তখনো বাংলার বিধান সভার ঘোষনা হয়নি আমাকে নাগপুরের বিশ্বাস বাবু ফোন করে বলেছিলেন অনেক দিন ধরে লিখছেন, অনেক পুরস্কারও পেয়েছেন। তবে এবার আপনার একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার। আপনি যদি বিজেপিতে যোগ দেন তাহলে আপনাকে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি।’ শুধু তাই নয়, সেই সিদ্ধান্ত যে তাঁর ঠিক ছিল, তার ব্যাখ্যা দিয়ে তৃণমূল বিধায়ক লিখেছেন, ‘ভাগ্যিস তার কথায় সেদিন কর্নপাত করিনি। যে পুরস্কার কঙ্গনা রানাওয়াত পায় আর যাই হোক সে পুরস্কার আমার সম্মান বৃদ্ধি করতো না।’