একুশের ভোটে ভরাডুবির পর থেকেই ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে। দিকে দিকে দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন নেতা-কর্মীরা। এবার যেমন বনগাঁ বিজেপিতে বড়সড় ভাঙন। বৃহস্পতিবার বিজেপির এক পঞ্চায়েত সদস্যা-সহ শতাধিক কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে।
বৃহস্পতিবার গোপালনগর অঞ্চল তৃণমূলের তরফে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনীর। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলোরানী সরকার, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য নেতৃত্ব। সেখানেই বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা শম্পা বিশ্বাস-সহ বহু বিজেপি কর্মীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আলোরানীদেবী।
তৃণমূলে যোগদানের পর শম্পাদেবী বলেন, ‘বিজেপির মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। নিজের মতো করে কাজ করার পরিবেশই নেই। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে শামিল হতে তৃণমূলে যোগদান করলাম।’ অন্যদিকে, আলোরানী সরকার বলেন, ‘এক পঞ্চায়েত সদস্যা-সহ শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তৃণমূলে৷’