মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন ঋষভ পন্থ। এডিলেডে জীবনের ৬ নম্বর টেস্ট খেলছেন ঋষভ। প্রথম ইনংসে উইকেটের পিছনে ছ’টি ক্যাচ নিয়েছেন ঋষভ। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে একমাত্র ধোনিই টেস্টের এক ইনিংসে উইকেটের পিছনে ছ’টি ক্যাচ নিয়েছিলেন। ২০০৯ সালে ওয়েলিংটনে সিরিজের তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ধোনি। ২০১৮–য় এসে এডিলেডে ধোনির সেই রেকর্ড স্পর্শ করলেন পন্থ। তিনি ধরেছেন উসমান খোওয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পাইন, মিচেল স্টার্ক ও জোস হ্যাজলেউডের ক্যাচ।
অন্য দিকে এডিলেড টেস্টের দ্বিতীয়দিন কপিলদেব ও জাহির খানের রেকর্ড ছুঁয়ে ফেললেন ইশান্ত শর্মা। অ্যারন ফিঞ্চ ও টিম পাইনের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতের দীর্ঘদেহী পেসার। তিনি ছুঁলেন কপিলদেব ও জাহির খানকে। দেশের দুই প্রাক্তনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫০ উইকেট নিয়েছেন।
তৃতীয় ভারতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫০ টি উইকেটের মালিক হয়ে গেলেন তিনি।
২০০৮–০৯ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স ছিল ইশান্তের। এতগুলো বছর পেরিয়ে এসেও নিজের ছন্দ ধরে রেখেছেন তিনি। বিদেশের মাটিতে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।