‘তিনদিন আগেই ছটপুজো শুরু করে দেন মহিলারা। আমি যেমন শুধু চা খেয়েছি। আর কিছু খাইনি। কারণ কাল থেকে আমিও ছট পুজার ব্রত রেখেছি।’ মঙ্গলবার ছট পুজোর উদ্বোধনে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি সব ব্রত পালন করি। দুর্গাপুজোয় যেমন করি, কালী পুজোয় করি। রমজান মাসেও আসি। বড়দিনের প্রার্থনাতেও যাই।’
মুখ্যমন্ত্রী জানান, আগে ছট পুজো উপলক্ষে রাজ্যে একদিন ছুটি থাকত। পরে তিনি জানতে পারেন ছট পুজো আসলে দু দিনের। তাই এবার থেকে দুই দিনের ছুটি থাকছে। তিনি আরও বলেন, ‘মহিলারা তো তিনদিন আগে ছট পুজো শুরু করে দেন। যেমন আমি। আমি শুধু চা খেয়েছি। আর কিছু খাইনি। কারণ কাল থেকে আমিও ছট পুজার ব্রত রেখেছি। আমি সব ব্রত পালন করি। দুর্গাপুজোয় যেমন করি, কালী পুজোয় করি। রমজান মাসেও আসি। বড়দিনের প্রার্থনাতেও যাই।’
এদিন সর্বধর্ম সহিষ্ণুতার কথাও বলেন তিনি। মমতার কথায়, গুরু নানক হোক, মহাবীর জৈন হোক, সব ধর্মের জন্য…আমরা চাই মানুষ সব ধর্ম পালন করতে পারুন। শুধু ছট নয়, গণেশপুজো করি। এখন বাংলায় প্রচুর গণেশ পুজো হয়। গঙ্গাসাগর মেলা হয়। তিনি জানান, বিহার উত্তর প্রদেশ থেকে ৩০ লাখের বেশি মানুষ আসেন। খুশি হয়ে যান। আগে এমন অবস্থা ছিল না।
এরপরই তাঁর আমলে গঙ্গাসাগর মেলায় উন্নয়নের কথা তুলে ধরে বিজেপিকে খোঁচা দেন মমতা। তাঁর কথায়, ‘আচ্ছে দিনের কথা বলে জিনিসপত্রের দাম বাড়িয়ে খারাপ দিন আনি না। নোটবন্দি করি না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার করতে হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে হয়। বিনামূল্যে রেশন দিতে হয়। সব পুজোকে সাহায্য করতে হয়। সবাই একসঙ্গে কাজ করতে হয়।’