গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র গাড়িটি চালাচ্ছিলেন। এই মুহূর্তে সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে লখিমপুর কাণ্ডের তদন্ত রিপোর্টে নতুন তথ্য উঠে এল। ফরেন্সিক রিপোর্টে দাবি করা হয়েছে, মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের পিস্তল থেকেই সেদিন গুলি চলেছিল। কৃষকদের পিষে দেওয়ার পরে গুলির শব্দ শুনেছিলেন প্রত্যক্ষদর্শীরা। সেই গুলি কোথা থেকে চালানো হয়েছিল সেই নিয়ে উত্তরপ্রদেশ পুলিশকে তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, মন্ত্রীর ছেলে ও তাঁর সঙ্গী যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ভেতর থেকেই গুলি চলে।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ জন কৃষকের মৃত্যু হয়। গোলমালে আরও ৪ জন-সহ মোট ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় নাম জড়িয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিষের। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। মন্ত্রীর ছেলের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন জগজিৎ সিং নামে এক কৃষক৷ এফআইআরে তিনি লিখেছেন, ঘটনার সময় গাড়িতেই ছিলেন আশিস মিশ্র৷ ওই গাড়িই কৃষকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে৷ তার পর কয়েকজনকে পিষে দিয়ে চলে যায়৷ গাড়ির ধাক্কায় অনেকে ছিটকে যান৷ এর পরই গুলির শব্দ শোনা যায়। গাড়ির ভেতর থেকে গুলি ছুড়েছিল আশিস। ঘটনাস্থল থেকে ০.৩১৫ বোর বুলেটের কার্তুজ খুঁজে পায় পুলিশ।