রাজ্যের প্রস্তাবেই সায় দিল নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বরই পুরভোট হবে কলকাতা ও হাওড়া পুরসভায়। মঙ্গলবার এই মর্মে পুর ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট গণনা হতে পারে ২২ ডিসেম্বর।
জানা গেছে, কলকাতা কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে পুরভোট হবে। তবে হাওড়া কর্পোরেশনের সব ওয়ার্ডে ভোট হবে না। ৬৬টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে পুরভোট হবে।
১৯ ডিসেম্বর ভোট হলে হাতে আর মাত্র বাকি দেড় মাস। যদিও তাতে কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন। প্রাথমিক প্রস্তুতি ২০২০-র ফেব্রুয়ারিতেই নিয়ে রাখা হয়েছিল।
প্রসঙ্গত, রাজ্যে একশোরও বেশি পুরসভার ভোট বাকি। প্রথম পর্যায়ে দুই পুরসভার ভোট হতে চলেছে। এরপর ধাপে ধাপে বাকি পুরসভারও ভোট হবে।
ভবানীপুরের উপ নির্বাচনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বকেয়া পুরভোটগুলি করার উদ্যেগ নেওয়া হবে। সেই মতো কিছুদিন আগেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য। কলকাতা ও হাওড়া পরনিগমের ভোট করতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। এদিন সেই প্রস্তাবে সায় দিয়েছে পুরভোটের দিন ঘোষণা করল কমিশন।