আগামী জানুয়ারিতেই ফের বই ও চলচ্চিত্রের উৎসবে মেতে উঠবে রাজ্যবাসী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৭ই জানুয়ারি ও কলকাতা বইমেলা শুরু হতে চলেছে ৩১ই জানুয়ারি থেকে। এর মধ্যে চলচ্চিত্র উৎসব চলবে ১৪ই জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে সোমবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, আগামী বছর ৭ই জানুয়ারি থেকে চলচ্চিত্র উৎসব শুরু হবে কলকাতায়। তা চলবে ১৪ই জানুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী বছরের শিল্প সম্মেলনের দিনক্ষণও এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ২০২২ সালে ২১ ও ২২শে এপ্রিল শিল্প সম্মেলন আয়োজিত হবে। কোভিড আবহে পর পর ২ বছর শিল্প সম্মেলন বন্ধ ছিল। ২০২২ সালে ফের তা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সোমবার নবান্ন থেকে বিশ্ব বাংলা শারদ সম্মানের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে যান ইকোপার্কে। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইকোপার্কে। সেখান থেকে চলচ্চিত্র উৎসব এবং শিল্প সম্মেলনের দিন ঘোষণা করেছেন তিনি। এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে রাজ্যের শিল্প নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বাংলায় শিল্পের প্রসারের বিষয়টি রাজ্যপালকেও দেখতে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবে সম্মতি দিয়েছেন ধনকড়ও। গোয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে এই মাসেই। ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর হবে ৫২ তম গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে বাংলা থেকে জায়গা করে নিয়েছে ৮টি ফিচার ও নন-ফিচার ছবি। তারপর এবার জানা গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের তারিখও।
পাশাপাশি সোমবারই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার পরেই জানানো হয়, জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে আট দিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। এ ছাড়া ৩১শে জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও শুরু হবে। উল্লেখ্য, বইমেলা গত বছর করোনা সংক্রমণের কারণে আয়োজন করা যায়নি। স্বাভাবিক ভাবে বইমেলার দিকে তাকিয়ে রয়েছেন পাঠক থেকে প্রকাশকরা। এ বারের বইমেলার থিম বাংলাদেশ। ২০১৯ সালে বইমেলায় থিম দেশ ছিল গুয়াতেমালা। তার পর ২০২১ সালে বইমেলা বন্ধ থাকে। ২০২১ সালে বইমেলার থিম ছিল বাংলাদেশ। ২০২২ সালে সেই দেশই থাকছে থিম।