বাংলা নববর্ষের গোড়াতেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। আগামী বছর ২০-২১শে এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই ঘোষণা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সম্ভবত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে সম্মেলন। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে একটি নির্দিষ্ট কমিটিও তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই কমিটিতে আছেন। বিশ্ব বাণিজ্য সম্নেলন নিয়ে শিল্পপতিদের খুব শীঘ্রই সবিস্তার জানানো হবে।
প্রসঙ্গত, ২০১৯ ও ২০২০ এই দু’বছর ধরে অবশ্য ওই বাণিজ্য সম্মেলন হয়নি। করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর এই সম্মেলন আয়োজন করা হয়নি। দু’বছর পর ফের ওই সম্মেলনের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। যার মূল লক্ষ্য, এ রাজ্যে বিনিয়োগ টেনে আনা। এর আগে রাজ্য সরকার আয়োজিত ওই সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। ফলে ২০২২ সালের সম্মেলনেও দেশ-বিদেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন। এ বারের লক্ষ্য, আগের চেয়ে আরও বড় আকারে এই সম্মেলন আয়োজন করা।