করোনা অতিমারির কারণে বকেয়া রয়েছে পুরসভা নির্বাচন। তাই যত শীঘ্র সম্ভব রাজ্যে করানো হোক পুরভোট। রাজ্যের সমস্ত পুরসভা এবং পৌরসভায় পুরভোট করানোর নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। রাজ্যে পুরভোট করানোর আইনি নির্দেশ চেয়ে আদালতে মামলা করেছেন মৌসুমী রায়। ১৭ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, একুশের বিধানসভা ভোটের আগে হাইকোর্টের একটি নির্দেশকে ধরেই এই মামলা। বিধানসভা নির্বাচনের আগেই একটি মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেন। কিন্তু, এখনও এই ব্যাপারে কমিশনের তরফে কোনও বিজ্ঞপ্তি এখনও সামনে আসেনি। তাই রাজ্যে পুরভোট চেয়ে ফের আদালতের দ্বারস্থ। আদালতের সামনে আইনজীবী বলেন, ‘এ রাজ্যে ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তিন বছর পরেও নির্বাচন হয়নি এমন উদাহরণও রয়েছে।’ মামলায় ফের সবপক্ষকে নোটিশ দিতে নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, এই মুহূ্র্তে রাজ্যে মেয়াদ শেষ হওয়া পুরসভার সংখ্যা ১১২টি। এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের দুটি নতুন পুরসভা ময়নাগুড়ি ও ফালাকাটা। এর মধ্যে রাজ্যে বিধানসভার উপনির্বাচন পর্ব শেষ হতেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়া পুরসভার ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। রাজ্য সরকার ১৯ ডিসেম্বর এই ভোট করাতে আগ্রহ প্রকাশ করেছে। ১৯ তারিখ নির্বাচন হলে রাজ্য গণনা চায় ২২ ডিসেম্বর। এবিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হবে বলে জানিয়েছে রাজ্য। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতর থেকে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর।